রাজশাহী মহানগরীতে ২৪ জন জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা, ল্যাবটপ ও মোটরসাইকেল জব্দ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ২৪জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেরার সরঞ্জাম, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ২টি ল্যাবটপ ও ৪টি মটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) দিনগত রাত পোনে ১টায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাচাঁ বাজার থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো: মোঃ আলী হাসান তুষার (৩৩), সে মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত মোহাম্মদ আলী পান্নার ছেলে, মোঃ মমিন (৩৫), সে একই থানার দাশপুকুর এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে, মোঃ রফিকুল ইসলাম(৫২), সে লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মোঃ ইনজামুল হক (২৪), সে চন্ডীপুর এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে, মোঃ সেলিম রহমান (৫২), সে ল²ীপুর ভাটাপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে, রাকিব এহসান সৌরভ (২৭), সে চন্ডীপুর এলাকার মোঃ মুজদার আলীর ছেলে, মোঃ শফিকুল ইসলাম (৪০), সে ল²ীপুর এলাকার মৃত ইলিয়াছের ছেলে, মোঃ এনায়েত উল্লাহ খান (৪৫), সে চন্ডীপুর এলাকার মৃত হোসেন খানের ছেলে, মোঃ মাসুম আহম্মেদ (৪৮), সে লক্ষীপুর এলাকার মৃত একেএম সাইদুল ইসলামের ছেলে, মোঃ জুলফিকার হোসেন (৪৩), সে কাজী হাটা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে, মোঃ রেন্টু (৩৫), সে ভাটাপাড়া এলাকার গোলাম নবীর ছেলে, মোঃ সজল গাজী (৩২), সে কাজীহাটা এলাকার মৃত সুলতান গাজীর ছেলে, মোঃ সেলিম (৪৪), সে কাজী হাটা এলাকার মোঃ জালাল শেখের ছেলে, মোঃ জাহিদুল ইসলাম (৪৮), সে চন্ডীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে, মোঃ সুজন আলী (৪০), সে কোর্ট বুলনপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মোঃ আব্দুস ছাত্তার (৫৮), সে মহানগরীর চন্দ্রিমা থানার মৃত গোলাম হোসেনের ছেলে, মোঃ নাসির উদ্দিন (৩৬), সে কর্ণাহার থানার বাতাস মোল্লা এলাকার মৃত কাজিমুদ্দিনেসর ছেলে, মোঃ মিনহাজ (৩৫), সে কাশিয়াডাঙ্গা থানার বড়গ্রাম রানীদিঘী এলাকার মৃত মুজাহিদ হোসেনের ছেলে, মোঃ আব্দুল হাদি (৩৫), সে কাটাখালি থানার কাটাখালি বাজার এলাকার মৃত আকরাম আলীর ছেলে, মোঃ সেলিম রেজা (৩৭), সে একই থানার টাংগন এলাকার মোহনলাল আলীর ছেলে, মোঃ রবিউল ইসলাম (৪৪), সে দালাল পাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে, মোঃ চারু (৩২), সে বোয়ালিয়া মডেল থানার ষষ্টীতলা এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে, মোঃ মাহবুব আলম (৪০), সে একই থানার কাদিরগঞ্জ এলাকার হুমায়ুন কবীরের ছেলে, মোঃ হাবিবুর রহমান (৪৯), সে শাহমখদুম থানার বড় বনগ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
শনিবার (১৫ জুন) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আকটকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে করে আদালতে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, শুক্রবার গভীর রাতে লক্ষিপুর কাঁচাবাজারে বর্নিত ঘরের ভিতর গ্রেফতারকৃতরা প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গেস্খফতার করা হয়।
তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক মুর্শিদ কামাল রানা (৫৫), পালিয়ে যায়। তার পিতার নাম মহিউদ্দিন সরকার, সে লক্ষীপুর এলাকার বাসিন্দা। এাড়াও মোঃ আলী হাসান তুষার (৩৩) সে একজন পেশাদার জুয়ার আসর পরিচালনাকারী। সে পলাতক আসামী ঘরের মালিক মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া করে দীর্ঘদিন ধরে পেশাদার জুয়ার আসর পরিচালনা কওে আসছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে করা হয়েছে।
শনিবার সকালে তাদের রাজপাড়া থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.