রাজশাহী মহানগরীতে ১লা ফাল্গুন ও ভালোবাসা দিবেস পুষ্প মেলা ‍শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শুরু হলো পুষ্প মেলা। বরাবরের মতো এবারও নগরীর সিঅ্যান্ডবি মনিবাজার চত্বরে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে ‘ওয়ান ব্যাংক পুষ্প মেলা’ আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপিলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম।

বিশেষ অতিথ ছিলেন, ওয়ান ব্যাংক লি. এর প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক ওয়াকার হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক প্রতিষ্ঠান বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসউদ্দীন আহমেদ বাবু  ও শরীফুল আবেদীন শিমুল প্রমুখ।

এছাড়া মেলাকে সবার কাছে প্রাণবন্ত এবং শিশুদের সাংস্কৃতিক মেধা বিকাশের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগামী রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের ছড়াগান প্রতিযোগিতা ও আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ১৯৮৫ সাল থেকে প্রতি বছরই এ অনুষ্ঠিত হচ্ছে। সকলের কাছে এ আয়োজন প্রাণবন্দ করে তুলতে পুষ্প প্রদর্শনী ছাড়াও থাকছে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেলায় এবার ২৪ টি স্টল থাকছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.