রাজশাহী মহানগরীতে ছেলেকে নিয়ে মাছ ধরার স্বপ্ন কেড়ে নিল বালুবাহী ট্রাক

নিজস্ব প্রতিবেদকগতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মহানগরীর লিলি সিনেমা হলের সন্নিকটে ছেলেকে নিয়ে বাইসাইকেলে চড়ে মাছ শিকারে যাবার সময় বালুবাহী ট্রাক চাপায় হতাহত হয়েছেন বাবা-ছেলে। শেষ পর্যন্ত বাবা প্রাণে বেঁচে গেলেও মারা গেছে তার শিশু সন্তান।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আনিসুর বিটিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেলে সায়েরগাছা এলাকার বাসিন্দা আবদুস সামাদ ছেলে সামিউল ইসলাম জয়কে (১০) সঙ্গে নিয়ে বাইসাইকেলে চড়ে মাছ শিকারে যাচ্ছিলেন। পথে লিলি হলের সামনে দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.