রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজশাহী নগরীর একটি ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক স্যাম্পল (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ উদ্ধার করেন।

ওষুধ গুলো কোম্পানী থেকে চিকিৎসকদের প্রদান করা হয়, যা বিক্রয়ের জন্য নিষিদ্ধ।

গতকাল মঙ্গলবার রাতে নগরীর লক্ষীপুরে অবস্থিত মর্ডান মেডিকেল মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়|

এসময় মার্কেটে অবস্থিত মেসার্স আনোয়ারা ফার্মাসি, মা-বাবা ফার্মাসি ও বিসমিল্লাহ ফার্মাসি নামের তিনটি দোকান থেকে ২২টি ঔষধ কোম্পানীর বিভিন্ন আইটেমের আনুমানিক ৩০ লাখ টাকার ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ উদ্ধার করা হয়। (যাহা বিক্রয়যোগ্য নহে)।

মহানগর গোয়েন্দা শাখা কর্তৃক অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধারের পর রাজশাহী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খবর দেয়।

তাদের একজন সহকারি পরিচালক এসে সংশ্লিষ্ট বিষয় যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.