রাজশাহী বোর্ডে পাশের হার ৮৬.০৭, জিপিএ-৫ পেয়েছে ১৯৪৯৮ জন

ছবি : সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৪৯৮ জন। গত বছরের চেয়ে এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গত বছর পাশের হার ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন।

রোববার বেলা ১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: আনারুল হক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবার পরীক্ষার্থী চিল এক লাখ ৯৪ হাজার ৭৭০ জন। পরীক্ষায় সকাল বিষয়ে উপস্থিত ছিলেন এক লাখ ৯৩ হাজার ৮৬২ জন। এদের মধ্যে পাশ করেছে এক লাখ ৬৬ হাজার ৮৬৫ জন।

এবারো পাশের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাশের হার ৮৭ দশমিক ০৮ শতাংশ। আর ছাত্ররা পাশ করেছে ৮৫ দশমিক ১৫ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে রয়েছে ছাত্ররা। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ১০ হাজার ১৮ জন। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৮০ জন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.