রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতির সরকারি কাজে বাধা দেয়ায় জেল

নিজস্ব প্রতিবেদকরাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার বিকেলে মহানগরীর কাজলা এলাকায় তার মালিকানাধীন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল ইসলাম অনিক এই দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক বিটিসি নিউজকে জানান, দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজলা এলাকার সিয়ামুন চাইনিজ রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রেস্টুরেন্টের মালিক ইব্রাহিম হোসেন মুন ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার জন্য বল প্রয়োগ করেন।

প্রসঙ্গত, ইব্রাহিম হোসেন মুন পাবনা-১ আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.