রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগামী বছর থেকে কোটা থাকছেনা

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-তে ভর্তি পরীক্ষায় কোটা রাখা হবে না আগামী বছর থেকে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। আজ সোমবার (২২ অক্টোবর) সকালে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার বিভিন্ন দিক বিবেচনা করে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে। তা যদি বহাল থাকে, তবে আগামী শিক্ষাবর্ষ থেকে রাবির ভর্তি পরীক্ষায়ও কোটা প্রথা রাখা হবে না।’ তবে পোষ্য, প্রতিবন্ধী ও খেলোয়াড় কোটা রাখার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।আরও বলেন, ‘যদিও এবার আগে থেকেই প্রশ্নফাঁসের আশঙ্কা করা হচ্ছিল। কিছু গুজবও ছিল যে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্র সক্রিয় আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতায় কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আঞ্জুমান্দ বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.