রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ দুটিকে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচির পর এবার মানববন্ধন করেছে ‘এপিইই’ বিভাগের শিক্ষার্থীরা। বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ নেবেনা বলে কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চাকুরির ক্ষেত্রে এপিইই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য আলাদা কোর্স কোড থাকায় তারা সুবিধা পেতো। এখন প্রায় অধিকাংশ চাকুরির ক্ষেত্রগুলোতে এপিইই বিভাগের কোর্স কোড থাকে না। এতে কেউই চাকুরি পাওয়া তো দূরের কথা চাকুরিতে আবেদনের সুযোগ পর্যন্ত পাচ্ছে না। এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন এই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করা হয়েছে।তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এপিইই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করা এখন সময়ের দাবি।এর আগে গত রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলো ঐ বিভাগের শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.