রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের গড় হার ৪১.৩৫ শতাংশ।
আজ সোমবার দুপুরে এই ফল প্রকাশিত হয়। বিকেলে ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক শহিদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক শহিদুল আলম জানান, চলতি বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন। এর মধ্যে গ্রুপ-১-এ পাসের হার ২২.৪২ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২-এ পাসের হার ৩৮.৩১ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫। গ্রুপ-৩-তে পাসের হার ৩২.৯৫ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪-এ পাসের হার ২৪.৭৬ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৭। গ্রুপ-৫ (অবিজ্ঞান)-এ পাসের হার ৮৮.৩২ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।
উল্লেখ্য, গত ২৯-৩১ মে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ লাখ ৫৮ হাজার ৪৬২ জন ভর্তিচ্ছু। উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ। এর মধ্যে আজ ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হলো। এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.