রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কর্তৃক মঞ্চস্থ হলো দ্রৌপদী পরম্পরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে দেশব্যাপী ৬৪ জেলার অংশ হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্রৌপদী পরম্পরা মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

রাজশাহী ভ্যেনুতে শুরুর পূর্বে অতিথি থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

মহাভারতের দ্রৌপদী চরিত্রটিতে নারীর কষ্টগুলো এ নাটকের মূল বিষয়বস্তু। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী এর হাসির নাটক ‘পেজগী আপডেট‘ মঞ্চস্থ হবে।

প্রথম দিন উৎসবে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকার থিয়েটার তাদের জনপ্রিয় ও দর্শক নন্দিত নাটক ‘দ্রৌপদী পরম্পরা’ নাটকটি মঞ্চস্থ করে। এরআগে জাতীয় নাট্যোৎসব- ২০২০ যা ইতমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।

প্রবীর দত্তের রচনা ও নির্দশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দ্রৌপদী – ইউশা আনতারা প্রপা, দ্রৌপদী (কুমারী)- আকেফা আলম ঐন্দ্রিলা, দ্রৌপদী (পরম্পরা)- যামিনী পূর্বাশা, ধৃষ্টদুম্ন – তুহীন চৌধুরী, অর্জুন – প্রবীর দত্ত, ঘোষক- লেনিন ফিরোজী, বাদক- আরিফ রাব্বানী, বৃদ্ধ- রফিকুল ইসলাম রফিক, যুবক- প্রবীর দত্ত, পঞ্চপান্ডব- রফিকুল ইসলাম রফিক, লেনিন ফিরোজী, প্রবীর দত্ত, তৌহিদুল ইসলাম বাদল, পন্ডিত – তানভীর রিজভী, ওস্তাদ – তৌহিদুল ইসলাম বাদল, রাজা- সংকর সরকার, সঙ্গদানন্দ- লেনিন ফিরোজী, কর্ণ- লেনিন ফিরোজী, পুরুষগণ- শংকর সরকার, প্রবীর দত্ত, রফিকুল ইসলাম রফিক, তৌহিদুল ইসলাম বাদল, লেনিন ফিরোজী, তানভীর রিজভী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.