রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৪৩, সুস্থ ১০৫ জন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ১০৫ জন। আজ রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিভাগে এ পর্যন্ত মোট ৫১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ ৩০৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় কোন করোনা রোগীর মৃত্যু হয়নি।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এছাড়া বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ৩৬ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত তিন হাজার ৭১৪ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.