রাজশাহী বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে নতুন আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তাঁদের মধ্যে বগুড়ায় তিনজন ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন।
আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় করোনায় এ পর্যন্ত ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহীতে মৃত্যু হয়েছে ৬৭ জনের।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিভাগে নতুন ১৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের করোনা রোগী সুস্থ হয়েছেন ১৯৩ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৩০ জন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন। বিভাগে এ পর্যন্ত তিন হাজার ৫৬১ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.