রাজশাহী বিভাগে করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ১৫৬

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত রোববার বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়।
এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ  সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪০ জনের। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে বগুড়ায় ২৭৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং জনের মৃত্যু হয়েছে ১২ জনের। গত রোববার বিভাগের করোনা রোগী সুস্থ হয়েছেন ১৪১ জন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ১৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৮৬৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত তিন হাজার ৪০৩ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.