রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু, বর্তমানে ২৯৮২ জন রোগী হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও ০১ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়। আজ সোমবার (২২শে ফেব্রুয়ারী) ২০২১ ইং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হলো বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে মর্মে নিশ্চিত হওয়া গিয়েছে।
এদিকে গতকাল রোববার বিভাগে নতুন করে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এদের মধ্যে ২৩ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.