রাজশাহী বিভাগে একদিনে করোনা শনাক্ত ৮৫ জন

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগে একদিনে ৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বুধবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার বিভাগের রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় একজন, বগুড়ায় ২৮ জন, সিরাজগঞ্জে তিনজন, পাবনায় সাতজন এবং নাটোরে চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগে করোনা রোগী সুস্থও হয়েছেন ৮০ জন। এদের মধ্যে ৬৮ জন পাবনার বাসিন্দা। এছাড়া ১০ জন রাজশাহীর এবং দুইজন বগুড়ার বাসিন্দা। তবে এদিন বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪০০ জন।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬৮০ জন। বিভাগে এ পর্যন্ত তিন হাজার ৬১ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.