নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
সোমবার বিকেলে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী জেলা রিটার্নিং অফিসার আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি ঐতিহ্যবাহী দল। এই দল বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিএনপির প্রার্থীরা আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। তবে সেই বিএনপিই আজ আরও সুসংগঠিত ও জনসমর্থিত একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অতীতের অংশগ্রহণমূলক নির্বাচনগুলোতেও বিএনপি জনগণের বিপুল ভোটে জয়লাভ করেছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না। আশা করছি একটি সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী একটি সুখী ও সমৃদ্ধ নগরী। ২০০৪ সালে রাজশাহী সুখী ও শান্তির নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আগামী দিনে এই নগরীকে আরও সুন্দর ও উন্নতভাবে গড়ে তোলা হবে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সবাই ভাই-ভাই। মিলেমিশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তুলবো।

এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহনাগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর ছয়টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকেই বিএনপি প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















