রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই পাঁচ নারীর হাতে ক্রেস্ট, সম্মাননা ও সনদপত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা জানান। দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর রাজশাহী বিভাগ থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নাটোর সদর উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের রুবিনা খাতুন। আর নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নারী হিসেবে জয়িতা নির্বাচিত হয়েছেন একই উপজেলার কামারদিয়াড় গ্রামের রুবিয়া বেগম।

এছাড়া চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাল্লাপাড়া গ্রামের অনামিকা ঠাকুর, সফল জননী হিসেবে রাজশাহী নগরীর নামোভদ্রা মহল্লার আনোয়ারা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নগরীর কাজলা এলাকার কল্পনা রায় ভোমিক জয়িতা নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, যে পাঁচ বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে নারীদের জয়িতা পুরস্কার দেওয়া হচ্ছে, তার প্রতিটি বিষয়ই প্রতিটি নারীর জন্য অনুকরণীয়। নারীকে তার অধিকার দিতে হবে। তাহলেই নারীরা সমাজকে এগিয়ে নিতে পারবেন। নারীর অধিকার বুঝিয়ে দিলে তাকে কেউ আটকাতে পারবে না।

এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার। বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নওগাঁর সাবেক সংসদ সদস্য শারমিন মনোয়ারা হক, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, আ’লীগ নেত্রী সমাজসেবী শাহীন আক্তার রেণী প্রমুখ উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.