রাজশাহী বিভাগজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে (কোভিড-১৯) রোগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এই বিভাগে মারা গেছেন আরও ০৪ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ১৭৪ জন। আজ সোমবার (২০ জুলাই) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে পাঠানো এক তথ্যে দেখা গেছে, বিভাগে প্রথম (কোভিড-১৯) রোগী শনাক্ত হন রাজশাহীর পুঠিয়ায় গত ১২ এপ্রিল। এক হাজার রোগী শনাক্ত হন ০২ জুন ৫১তম দিনে।

দুই হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ১১ জুন ৬০তম দিনে। তিন হাজার রোগী শনাক্ত হন ৬৬তম দিনে। চার হাজার রোগী শনাক্ত হন ২৪ জুন ৭৩তম দিনে। পাঁচ হাজার রোগী শনাক্ত হন ২৯ জুন ৭৮তম দিনে। ৮ হাজার রোগী শনাক্ত হন ১০ জুলাই।

নয় হাজার রোগী শনাক্ত হন ১৫ জুলাই। আর ১০ হাজার রোগী শনাক্ত হন ৯৯তম দিনে। অর্থাৎ শেষ পাঁচ হাজার রোগী শনাক্ত হয়েছেন মাত্র ২১ দিনের মধ্যে।

পরিচালক গোপেন্দ্র নাথ বলেন, রাজশাহী বিভাগে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন।

এ নিয়ে আট জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৩। রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ১৮০ জন। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ২০৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯১ জন, নওগাঁয় ৭৭৯ জন, নাটোরে ৩৫১ জন, জয়পুরহাটে ৬২৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৯ জন ও পাবনায় ৬৭১ জন শনাক্ত হয়েছেন।

পরিচালক গোপেন্দ্র নাথ আরও বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৩৩। এর মধ্যে রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ৮০ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এ পর্যন্ত করোনাকে জায় করে রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৩ জন।

এর মধ্যে রাজশাহীর ৭৬০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩৪ জন, নওগাঁয় ৫৮১ জন, নাটোরে ১২৩ জন, জয়পুরহাট ১৯০ জন, বগুড়ায় ২ হাজার ১৭০ জন, সিরাজগঞ্জ ২৩২ জন ও পাবনায় ২৯৩ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.