রাজশাহী বিভাগজুড়ে করোনা এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫৬৬ জন

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগজুড়ে করোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইতিমধ্যে বিভাগের আট জেলার ভিতরে ছয় জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে ৪৭ জনের প্রাণ গিয়েছে।
আজ রোববার (২১ জুন) ২০২০ ইং দুপুর পর্যন্ত বিভাগের আট’টি জেলায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১৪৬ জনের। এর মধ্যে ১০০ জনই বগুড়া জেলার বাসিন্দা। করোনায় গত একদিনে সেখানে দুইজনের প্রাণ গেছে।
রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, প্রতিদিনই বিভাগজুড়ে লাফিয়ে বাড়ছে করেনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪৭ জনের প্রাণ নিয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে বগুড়ায় প্রাণ গেছে সর্বোচ্চ ৩১ জনের।
পাবনায় ০৫ জন নওগাঁয় ০৪ জন এবং রাজশাহী ০৩ জন ও সিরাজগঞ্জে ০৩ জন করে প্রাণ হারিয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় দুই’জনের মৃত্যু হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে আজ রোববার দুপুর পর্যন্ত করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সবশেষ আজ রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান মোঃ আইজ উদ্দিন (৭২), নামে এক ব্যক্তি। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ করোনায় মারা গেছেন কি-না তা জানা যাবে সোমবার।
ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য আরও বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এ পর্যন্ত বগুড়ায় সবচেয়ে বেশী দুই হাজার ৮৫ জনের করোনা ধরা পড়েছে। পাশাপাশি পাবনায় ২৭০জন, সিরাজগঞ্জে ২৬১জন, জয়পুরহাটে ২৫৩জন, নওগাঁয় ২৩৯জন, রাজশাহীতে ২৩৭জন, নাটোরে ১৩৫জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.