নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে ৩টি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব জব্দ করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রেক্ষিতে খানপুর, চারঘাট বিকল্প ও মাজারদিয়া বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে।
খানপুর বিওপি সদস্যরা কাটাখালী থানার পশ্চিমপাড়ায় চোরকারবারীদের তাড়া করলে তারা ব্যাগ ফেলে রাতের আধারে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এদিকে শনিবার (২৪ জানুয়ারী) দিনগত রাতে চারঘাট বিকল্প বিওপি বিজিবির সদস্যরা চারঘাট মডেল থানার শাহরিয়ার খাল এলাকার একটি আম বাগানের ভীতরে ২ জন মাদককারবারীর আসা দেখে বিজিবির টহল দল তাদেরকে ধরার জন্য তাড়া দিলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাটি তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ ও ৪শত ৫০ গ্রাম গাঁজা জব্দ করে।

একুইদিন দিনগত রাতে মাজারদিয়া বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার বুলনপুর নদীর চরে অভিযান পরিচালনা করে। ওই এলাকায় মানুষের আনাগুনা লক্ষ্য করে অভিযান শুরু করলে চোরাকারবারীরা টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়।
তাৎক্ষনিক বিজিবির সদস্যরা ব্যাগ তল্লাশী করে ভারতীয় ৩০ বোতল Broncof-C ও ১২ বোতল Monogold সিরাপ জব্দ করে তিনটি থানা যথাক্রমে কাটাখালী, চারঘাট মডেল ও রাজপাড়া থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলমান আছে বলে ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















