রাজশাহী প্রেসক্লাব সভাপতির জন্মদিনে মতবিনিময়, দুর্নীতিবাজ-লুটেরা চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের জন্মদিনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভায় দুর্নীতিবাজ-লুটেরা চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদ সদস্য, প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও এদিনে গ্রেনেড হামলায় নিহত নারীনেত্রী আইভি রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আশির দশকের ছাত্রনেতা জাসদ মহানগর সভাপতি নুরুল ইসলাম হিটলার, বিশিষ্ট কবি ও ব্যাংকার আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মো ফাত্তাহ, শাহ্ মখদুম কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমনুর রহমান, শিক্ষা স্কুল এ- কলেজ অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, রাজশাহী দাবা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম আলমগীর, দৈনিক উপাচার পত্রিকার সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও জাতীয় পার্টির মহানগর শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, জেলা তাঁতী লীগের আহ্বায়ক ছাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মাজদার রহমান মুকুল, যুগ্ম-আহ্বায়ক আসাদুল হক দুখু, সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, শামসুল ইসলাম, শাহিনুর রহমান সোনা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক জামিল হোসেন জনি প্রমুখ।

এ সময় প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের কার্যক্রম তুলে আমৃত্যু জনগণের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। (ছবি সংযুক্ত)

বার্তা প্রেরক: আসলাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.