রাজশাহী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, অভিযোগ দায়ের

 

নিজস্ব প্রতিবেদকরাজশাহী প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান রাতেই বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর সাহেববাজার গণকপাড়াস্থ কালুহাজীর সন্তান ওয়াহিদের নেতৃত্বে ১০/১৫ জনের সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে প্রসক্লাবে হামলা চালায়। এ সময় তারা অকথ্যভাষায় গালিগালাজ দিতে দিতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের ওপড় চড়াও হয়। এ সময় আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে সন্ত্রাসীরা রাত্রী সাড়ে ৮টার দিকে রাজশাহী প্রেসক্লাবে এসে বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রয়াত আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলু স্মরণে নাগরিক শোকসভার প্রচার মাইক বন্ধ করে দেয় এবং আজ শুক্রবার নাগরিক শোকসভা ভন্ডুল করার হুমকি দিয়ে চলে যায়।

বিষয়টি সাহেব বাজারের ব্যবসায়ীরা এসব সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করেছে। হুমকির খবর পাওয়া মাত্রই প্রেসক্লাব সভাপতি তালাইমারী থেকে অটোরিক্সা প্রেসক্লাবে পৌঁছা মাত্র আশেপাশে ওৎ পেতে ওই সন্ত্রাসী রাজশাহী প্রেসক্লাবে হামলা চালায়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.