রাজশাহী প্রেসক্লাবে মিনুর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক মেয়র-এমপি মিজানুর রহমান মিনু।

এ সময় তিনি বেকারদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি জনগণের মাঝেরই একজন, তাদের সাথে ছিলাম আছি এবং থাকবো’, এক সময় প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ দীর্ঘদিনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠা জননন্দিত ব্যক্তিরাই জনপ্রতিনিধির দায়িত্ব পেতেন। কিন্তু ব্যতয় ঘটেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ প্রায় সব আমলে। এই ধারার কারণে যেখানে ২২ পরিবার ছিলো সেখানে আজ ৬২ হাজার পরিবারের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আমি ২৭ বছর ধরে সাধারণ মানুষের ভেতরে আছি। সকাল থেকে রাত অবধি তাদের সাথেই আমরা উঠা-বসা।

২০০১ সালের জাতীয় নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোটে (১ম বেগম খালেদা জিয়া ও ২য় আ’লীগ নেতা শেখ সেলিম) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকার মুরুব্বীরা কখন আমাকে মিনু ছাড়া এমপি সাহেব বা মেয়র সাহেব হিসেবে ট্রিট করেন নি। তাদের কাছে সাধারণ মিনু ছিলাম ও আছি। আগামী ৩০ তারিখের রায়ে তারা তাদের এই আপন মানুষটিকে বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী করে আনবেন, সেই ভরসা আমার আছে। তার সময়ে ২০০৪ সালে জাতিসংঘ রাজশাহীকে বিশ্বের মধ্যে ‘হ্যাপী সিটি’ হিসেবে ভূষিত করে।

আজ রোববার সন্ধ্যায় সাহেবাবজার জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে রাজশাহী প্রেসক্লাবে মত বিনিময়কালে মিজানুর রহমান মিনু এসব কথা করেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলনসহ প্রেসক্লাবের আজীবন সদস্য বিশষ্ট কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহাও উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.