রাজশাহী, নাটোর, বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ২২টি প্রতিষ্ঠানে (বিএসটিআই) এর অভিযান

বিএসটিআই প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে ০৭-০৫-২০১৯খ্রিঃ এবং ০৮-০৫-২০১৯ খ্রিঃ তারিখে রাজশাহী, নাটোর, বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ২২টি প্রতিষ্ঠানে স্কোয়াড/সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার আইনে মেসার্স আহার ফুড প্রোডাঃ, বিসিক, রাজশাহী কে ৮০০০/- টাকা, সততা বেকারী, বিসিক, রাজশাহী-৩০০০/- টাকা; রুচিতা বেকারীকে সর্তক করা হয়। এছাড়াও নওদাপাড়া বাজার (হাট বাজারে) ১১ জন কাঁচা বাজার ব্যবসায়ীদের নিকট হতে ১১টি কাঠের দাড়িপাল্লা সীজ করে অত্রাফিসে সংরক্ষণ করা হয়েছে।

ক্রঃ নং

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

অপরাধের বিবরণ

 

১.

মেসার্স খুকু মনি কনফেকশনারী এন্ড বেকারী, লক্ষীপুর মোড়, রাজশাহী।

পাউরুটির প্যাকেটে ওজন মূল্য লেখা নেই।কেকের প্যাকেটে ওজন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখ নেই।

২.

নিউ ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, সদর, নাটোর।

সিএম লাইসেন্স বিহীন দই বাজারজাতকরণ।

৩.

কানাই ঘোষ মিষ্টি, বালশাবাড়ী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

সিএম লাইসেন্স বিহীন দই বাজারজাতকরণ।

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে। #(প্রেস বিজ্ঞপ্তি)#

Comments are closed, but trackbacks and pingbacks are open.