রাজশাহী নগরীর সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর উদ্যোগে রাজশাহীতে বর্তমান সংস্কৃতি চর্চা ও করণীয় বিষয়ে মহানগরীর সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যুব সমাজকে রক্ষা করতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা জোরদার করতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। রাজশাহীতে বিটিভির পূর্ণাঙ্গ স্টুডিও চালু, সাংস্কৃতিক বরেণ্য ব্যক্তিদের নামে প্রতিষ্ঠানের নামকরণ, বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিল্পকলা একাডেমী ও শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তন সাংস্কৃতিক কর্মকান্ডে স্বল্প ভাড়ায় ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ্মা রঙ্গমঞ্চ ও অভিযাত্রী ক্লাব, লালন শাহ মুক্ত মঞ্চ ,তালাইমারী শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরী উন্নয়নে টেন্ডার আহবান করা হচ্ছে। নগরীতে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক নাট্যজন মলয় কুমার ভৌমিক, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহীর সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, উদিচী রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আহম্মেদ গোলাপ, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ রাজশাহী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার।
এছাড়াও বক্তব্য দেন সম্মিলিত সাস্কৃতিক জোটের সদস্য মাহমুদ হোসেন মাসুদ, চিলড্রেন ফ্লিম সোসাইটির সাধারণ সম্পাদক অর্নবা করিব প্রকৃতি, বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ার হোসেন বকুল, আবৃতি পরিষদ রাজশাহী সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ বিল্টু, রাজশাহী ফ্লিম সোসাইটির সাধারণ সম্পাদক জাবিদ অপু, রাজশাহীর ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লা সরকার, সান্ধ্যপ্রদীপ থিয়েটার সেলিম জাহাঙ্গীর, বেতার নাট্যকার সমিতির সভাপতি ওয়াজেদ আলী খান।
সভায় রাজশাহীর সংস্কৃতিক চর্চার বিকাশে প্রতিবন্ধকতা নিরসনে এবং সংস্কৃতিক চর্চা জোরদারকরণে ১১ দফা দাবিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি প্রদান করেন সংস্কৃতজনেরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.