BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীর পদ্মা গার্ডেনে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা; আড্ডা বন্ধে ডিবি ও পুলিশের অভিযান

রাজশাহী নগরীর পদ্মা গার্ডেনে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা; আড্ডা বন্ধে ডিবি ও পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মা গার্ডেন এবং এর আশেপাশের এলাকাগুলো স্কুল-কলেজের ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডার কেন্দ্রে পরিণত হয়েছে।

রাজশাহীর বিভিন্ন স্বনামধন্য স্কুুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এসব স্থানে এসে আড্ডা দিচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল।

সম্প্রতি এই প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী মহানগর থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন, বড়কুঠি, লালনশাহ পার্ক, শিমলা পার্কসহ পদ্মাপাড়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে সকাল থেকেই স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা দলবেঁধে বা জুটি হয়ে দীর্ঘ সময় ধরে আড্ডায় মেতে থাকছে।

স্থানীয়দের অভিযোগ, এসব শিক্ষার্থীরা কেবল ক্লাস ফাঁকি দিচ্ছে তাই নয়, অনেক সময় তারা প্রকাশ্যে ধূমপানসহ নানা আপত্তিকর কার্যকলাপেও জড়িয়ে পড়ছে।

শনিবার রাত সাড়ে ৭টায় এ ব্যপারে জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাসির ফরহাদ জানান, গত বুধবার (৬ নভেম্বর) দুপুরে পদ্মা গার্ডেন এলাকা থেকে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার সময় ৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

এর আগের দিন, মঙ্গলবার (৫ নভেম্বর) শিমলা পার্ক থেকে আরও ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

আটকের পর শিক্ষার্থীদের মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়।

পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পদ্মার পাড়ের বিভিন্ন স্পটে আড্ডা দিচ্ছে এবং কিশোর অপরাধের মতো বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই মূলত ডিবি ও বোয়ালিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযান শুরু করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে সময় কাটানোর প্রবণতা তাদের শিক্ষাজীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজশাহী কলেজের একজন অধ্যক্ষ পূর্বে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের কর্মকান্ড শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে এবং তারা পড়াশোনার মূল স্রোত থেকে বিচ্যুত হতে পারে। তিনি শিক্ষার্থীদের সঠিক পথে ফিরিয়ে আনতে অভিভাবক ও প্রশাসনের যৌথ ভৃমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে একাধিক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আরো কঠোর নজরদারি এবং প্রশাসনের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

অভিভাবক ও রাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার বলেন, আমরা ছেলে-মেয়েদের কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারছি না। কলেজ কর্তৃপক্ষের উচিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, রাজশাহীর মতো শিক্ষা নগরীতে শিক্ষার্থীদের এমন আচরণ সার্বিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন তিনি। এখনই এই লাগাম টেনে না ধরলে তা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খাগড়াছড়িতে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা জব্দ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার : অর্থ উপদেষ্টা দাম না কমলে ৫ দিনের মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার : অর্থ উপদেষ্টা পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত ‘বিবিসি ‍১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন’ ‘পরবর্তী মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এগিয়ে’ করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং শুরু হয়েছে : পাক পররাষ্ট্রমন্ত্রী