রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে পুকুরের পানিতে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭), নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাঁর পশ্চিম পাশে পুলিশ অফিসার ম্যাচের উত্তর পাশে বড় পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী শাহনেওয়াজ শাহরিয়া সূর্য, সে নগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার ইসাহাক আলির ছেলে। সে সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের সামনের পুকুরে তিনজন বন্ধুর সাথে শাহিরয়ার গোসল করতে নামে। সাঁতার জানতো না তাই সে ডুবে যায়। ওই সময় রোহান আলী নামের তার আরেক বন্ধুও ডুবে যেতে লাগে। তাকে উদ্ধার করে স্থানীয়রা। কিন্তু শাহরিয়ার ডুবে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শাহরিয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ জানান, পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত হয়েছে। এ ব্যপারে বোয়ালিয়া থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.