নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরীর ২নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে বিকাল ৪টায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক নিশাত রহমান পাপ্পুকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাপ্পুর পিতা হাবিবুর রহমান হাবিব বলেন, মিন্টুর আব্বা যে সময় খুন হয়েছে, সে সময় আমার ছেলে গ্যারেজে ছিলো। গ্যারেজের সিসি ফুটেজগুলো দেখার দাবি জানিয়ে পুলিশ কমিশনারকে সুষ্ঠ তদন্তেরও দাবি জানান।
পাপ্পুর মা লায়লা বেগম বলেন, আমার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তিনি।
পাপ্পুর প্রতিবেশী এলাকাবাসী মোসাম্মদ ঋতু খাতুন জানান. পাপ্পু ছেলে হিসেবে ভালো। সে গ্যারেজে ছিলো। আমরা সিসি ফুটেজ দেখেছি। তাকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
মানববন্ধনে রাজশাহী মহনগরের বিএনপি তাতী দলের স্থানীয় নেতৃবৃন্দদের বক্তব্যে বলেন, পাপ্পুকে মিথ্যে মামলা দেয়া হয়েছে। মিন্টুর লবাবা যখন খুন হয় তখন পাপ্পু গ্যারেজে ছিলো। পুলিশ কমিশনারকে সুস্ঠ তদন্তের দাবি করেন তারা। মানববন্ধন শেষে সাংবাদিকদের সিসি ফুটেজ দেয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি তাতী দলের বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক সোহান হাসান হৃদয়, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি, সারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভ আহাম্মেদ, মহানগর সহ-সভাপতি সিয়াম, সিনিয়র সহ সভাপতি বিপুল, মহানগর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রজব আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.