BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু

রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর দরগাপাড়ায় হযরত শাহ মখদুম রূপোষ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে তিনি মাজার জিয়ারত করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

পরে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন মিনু। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে অংশ নেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এছাড়া উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানার সদস্য সচিব নাসিম খান ও চন্দ্রিমা থানার সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।

অংশ নেন মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি ও (২৮ নং ওয়ার্ড কাউন্সিলর) মোঃ আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, শাহ-মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী ও শীর্ষ নেতৃবৃন্দরা।

এ সময় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?