নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের চার দিন পর রাজশাহী নগরীতে নিজ শয়ন কক্ষ থেকে জামিল (৫২), নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৫টায় ওই ব্যক্তির পঁচা দূর্গন্ধ যুক্ত লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সর্ভিসের সদস্যরা।
নিহত জামিল, তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ (গ্রেটার রোড) এলাকার মৃত সামশুল কোরাইশির ছেলে।
স্থানীয় প্রতিবেশী যুবক রাজু জানায়, গত ৪দিন দিন জামিল নিখোঁজ ছিলেন। তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা ও বাড়ির লোকজন তাঁর সন্ধান পাচ্ছিলেন না। শুক্রবার দুপুরে তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা ট্যাংকিতে পানি না থাকায় ৪র্থ তলায় জামিলকে ডাকতে যান। এ সময় তার শয়নকক্ষের দরজায় ভেতর থেকে প্রচন্ড পঁচা গন্ধ অনুভব করেন তারা। তারা ধারনা করেন, কিছু একটা ঘটেছে। তাই তারা বোয়ালিয়া থানা পুলিশ খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে নেন। পরে ঘরের তালা ভেঙ্গে জামিলে পঁচা গলিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহত জামিলের লাশ উদ্ধার করে (রামেক), হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের লোকজন থানায় আসলে আলাপ-আলোনার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















