রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে সাবেরা বেগম (৫০) নামের এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার এলাকার রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেরা বেগম নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মুত আলাউদ্দিনের স্ত্রী । সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন।ও
রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানার এসআই আনিসুজ্জামান বিটিসি নিউজকে জানান, সকালে সাবেরা বেগমসহ তারা দুইজন মহিলা কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেট নেই এছাড়া কোনো গেটম্যানও থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষ লাস পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.