রাজশাহী নগরীতে অটোসহ দুই চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে একটি অটোসহ (বুরাক) দুইজন চোরকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর মতিহার থানাধিন খড়খড়ি স্কুলের সামনে থেকে অটোসহ হিমেল (২২) নামের এক চোরকে অটোসহ গ্রেফতার করে এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী দুপুর ২টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন বায়া এলাকা থেকে অটোর ৫টি ব্যাটারীসহ আব্দুল আলিম নামের অপর এক চোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হিমেল বাগমারা থানাধিন মোহনগঞ্জ খাঁপাড়া এলাকার আতব আলীর ছেলে। অপর আসামী আব্দুল আলিম নগরীর রাজপাড়া থানাধিন তেরখাদিয়া এলাকার মৃত বুরহান আলীর ছেলে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বিটিসি নিউজকে জানান, গত মঙ্গলবার (২২ জুন) সকালে মতিহার থানাধিন বাজে কাজলা এলাকায় অবস্থিত সুমনের গ্যারেজে অটো (বুরাক) চার্জে দেন অটোর মালিক হানিফ। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানাধিন রামচন্দ্রপুর বৌ বাজার এলাকায়।
পরের দিন অটো ভাড়ায় চালানোর কথা বলে আসামী হিমেল সুমনের গ্যারেজ থেকে অটোটি নিয়ে যায়। কিন্তু গভির রাত পর্যন্ত অটো নিয়ে চালক না আসায় তার মোবাইল ফোনে একাধিকবার ফেন দেন অটোর মালিক হানিফ। কিন্তু তাঁর ফোন ফোন বন্ধ পাওয়া যায়। পরেরদিন অনেক খোজাঁখুজি করে অটো না পেয়ে চালক হিমেলের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন অটোর মানিক।
এজাহার পেয়ে অটো উদ্ধারে অভিযানে নামে এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স।
অবশেষে আজ বৃহস্পতিবার খড়খড়ি স্কুলে পাশে থেকে অটো এবং বায়া থেকে অটোর ৫টি ব্যাটারী উদ্ধার করা হয়। সেই সাথে হিমেল ও আব্দুল আলিম নামের দুই চোরকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে মতিহার থানায় ৩৮০ ধারায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। একই দিন বিকেলে গ্রেফতার দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.