নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে দুইদিনব্যাপী অনুষ্টিত অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের টেবিল টেনিস টুর্নামেন্ট শেষ হয়েছে। ফাইনাল খেলায় বালক দৈত্বে, রিফাত, বালক এককে রাব্বি ইসলাম , বালিকা দৈত্বে , রাফি ও বালিকা এককে বুলবুলি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (২৫ অক্টোবর) খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী।
এর আগে তিনি বলেন খেলাধুলায় হারজিত আছে তাই বলে পিছিয়া যাওয়া যাবেনা। সব সময় অনুশিলন করতে হবে ভবিষ্যতে যেন জয়লাভ করা যায়।
এ সময় ক্রীড়া অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান, মেহেদী হাসান পুলক, শিক্ষা প্রতিষ্টানের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, এই টুর্নামেন্টে রাজশাহীর ৯টি শিক্ষা প্রতিষ্টানের ২০ জন বালক বালিকা অংশ গ্রহন করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















