নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের নিয়ে দুইদিন ব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে।
এই টুর্নামেন্টে ৯টি শিক্ষা প্রতিষ্টানের ২০ জন বালক বালিকা অংশ গ্রহন করছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান, শিক্ষা প্রতিষ্টানের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















