রাজশাহী জেলা প্রশাসক (ভাঃ) এর সাথে জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীগনের সংগে মতবিনিময় করেন।
বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সংস্থার কর্মচারীগনের সাথে পরিচিত হন। এর আগে কর্মচারীগন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এরপর তিনি কর্মচারীগনের দাবীগুলো মনযোগদিয়ে শুনেন এবং দ্রæত সরকারী বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান। পরিচয়পর্ব শেষে তিনি কর্মচারীগনের উদেশ্যে করে বলেন যে বর্তমানে সংস্থার এডহক কমিটি নাই তাই বলে অনুশিলন খেলাধুলা বন্ধ রাখা যাবেনা যথারিতি চলতে থাকবে।
এছাড়াও তিনি যাবতীয় আয়-ব্যয় সরকারী বিধিবিধান মেনে করতে হবে যেন প্রতিটি আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ থাকে।
এছাড়াও তিনি কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। মতবিনিময় শেসে তিনি স্টেডিয়ামের আবাসন ও অন্যান্য স্থানগুলি পরিদর্শন করে ভিজিটর বুকে স্বাক্ষর দেন।
এ সময় জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকারসহ কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.