রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩২

রাজশাহী জেলা পুলিশগত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩২জন। গোদাগাড়ী থানায় ২০গ্রাম হোরোইন ও ২০ পিচ ইয়াবাসহ আসামি ১নং মোঃ তুহিন সরকার (৪২), পিতা-মৃত জাকারিয়া সরকার, সাং-উপর নীমতলা (সরকারপাড়া), থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ ২নং মোঃ আনসার আলী (৪৭), পিতা-মোঃ তাইনুস আলী, সাং-বাসুদেবপুর (ভগবতিতলা), থানা গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৩নং মোঃ আঃ রাকিব ওরফে ল্যাংড়া রাকিবুল ওরফে রেজাউল (৩১), পিতা-মোঃ আলতাফ হোসেন ওরফে রফিকুল ইসলাম, সাং-কাজীপাড়া ইসলামপুর ইউপি,থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। বর্তমান সাং-বালিয়াঘাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীগনকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৬ জন।

তানোর থানায় মোট গ্রেফতার ০৫ জন। মোহনপুর থানায় ০২ গ্রাম হোরোইন আসামি  মোঃ মোরশেদ আলম (৩৫ পিতা- আব্দুর সামাদ, সাং-ধোপাঘাটা, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ মোট গ্রেফতার ০৪ জন। পুঠিয়া থানায়  মোট গ্রেফতার ০২ জন। বাগমারা থানায় মোট গ্রেফতার ০২ জন। দূর্গাপুর থানায় মোট গ্রেফতার ০৪ জন। চারঘাট থানায় মোট গ্রেফতার ০৪ জন। বাঘা থানায়  মোট গ্রেফতার ০৫ জন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.