রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩০

রাজশাহী জেলা পুলিশগত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩০ জন। গোদাগাড়ী থানায় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ মজিবর(৪৫), পিতা-মোঃ নাইমুর, সাং-ইটাহারী, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৩ জন। তানোর থানায় মোট গ্রেফতার ০৩ জন। মোহনপুর থানায় মোট গ্রেফতার ০৩ জন।

পুঠিয়া থানায় ১২ পিচ ইয়াবাসহ আসামি ১নং মোঃ জাকির হোসেন(২৫), পিতা-মোঃ আবুল কালাম, সাং-কাঁঠালবাড়িয়া টিএনটিপাড়া, ২নং মোঃ মোমিনুল ইসলাম(২১), পিতা-মোঃ রমজান আলী, সাং-কাঁঠালবাড়িয়া, উভয় থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৪ জন। বাগমারা থানায় মোট গ্রেফতার ০২ জন। দূর্গাপুর থানায় মোট গ্রেফতার ০৪ জন।

চারঘাট থানায় ১০ গ্রাম হেরোইন ও ৩২ পিচ ইয়াবাসহ আসামি ১নং মোঃ সাহাবুল(৩৬), পিতা-মৃত খাতের হাজী, ২নং মোঃ রুপচাঁন(৩৫), পিতা-মৃত মতিউর রহমান, উভয় সাং-হলিদাগাছি জাগিরপাড়া, ৩নং মোঃ জিল্লুর রহমান(৪০), পিতা-মৃত বয়েন মন্ডল, সাং-বড়বড়িয়া বেলতলী বাজার, সর্ব থানা-চারঘাট, জেলা-রাজশাহীগণকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৭ জন। বাঘা থানায় মোট গ্রেফতার ০৪ জন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.