রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-২৬ জন ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় (২৬-১০-২০২১ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৭ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০৭ জনকে আটক করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং মোঃ ওয়াসিম আলী সোনার(৩৫) কে ২.৪০গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রাকিবুল হাসান ওরফে রাকিব(১৯) এবং ২নং মোঃ ফারুক হোসেন(২২) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ ১নং শ্রী অনীল চন্দ্র প্রামানিক(৪০) এবং ২নং মোঃ জিল্লুর রহমান(৪৪) কে ১০লিটার তাড়ীসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ ১নং মোছাঃ রোকেয়া বেগম(২৬) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ জনি(৩১) কে ১০৫বোতল ফেন্সিডিলসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ স্বপন মিয়া(৪০) ও ২নং মোঃ মিলন মিয়া(২৭) কে ০৩বোতল ফেন্সিডিল এবং ৩নং মোঃ মানিক(২৪) কে ৬.০০গ্রাম হেরোইন ও ৫২পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.