রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২০২৫ চার বছর মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে তফশিল অনুযায়ী বিক্রয়কৃত ৬২ টি মনোনয়নপত্রের বিপরীতে বিভিন্ন পদে ২৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
নির্বাহী কমিটির মোট সদস্য সংখ্যা ৩১ জন। তার মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া অফিসার বিভিন্ন পদে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন। অন্য কর্মকর্তা ও সদস্যগনকে নির্বাচিত হয়ে আসতে হবে কমিটিতে।
২৬টি বিভিন্ন পদে নির্বাচনের জন্য সম্মিলিত ক্রীড়া পরিষদের পক্ষে মোঃ শামসুজ্জামান রতন ২৬টি পদেই মনোনয়ন পত্র দাখিল করেছে অন্য কোন পদে আর কোন পক্ষই দাখিল করেননি।
দাখিলকৃত মনোনয়পত্রগুলি যথাক্রমে সহ-সভাপতি পদে ৪টি, সাধারন সম্পাদক ১টি, অতিরিক্ত সাধারন সম্পাদক পদে ১টি, যুগ্ম-সম্পাদক ২টি ও কোষধ্যক্ষসহ নির্বাহী সদস্য পদে ১টি করে দাখিল করা হয়েছে।
যার ফলে ২৬ টি পদের বিপরীতে কোন অতিরিক্ত মনোনয়নপত্র দাখিল না করায় তারা বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হবেন বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার মোঃ আবু আসলাম।
আগামীকাল সোমবার বাছাই কার্যক্রম সকাল ১০টা থেকে ২ টা পর্যন্ত চলবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.