রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সভা, সম্বর্ধনা ও ক্রীড়া বিদদের সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক রাজশাহীর সভাকক্ষে আজ বুধবার বিকেলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নির্বাহী সদস্য হওয়ায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ-সভাপতি মোঃ ডাবলু সরকারকে সম্বর্ধনা দেয়া হয।
এছাড়াও জেলা মহিলা দল থ্রোবল নারী প্রতিযোগিতায় তর্তৃীয় স্থান অর্জন করায় ধন্যবাদ জানানো হয় ও জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রাপ্ত মাননীয় প্রধান মন্ত্রীর অনুদানের অর্থ ৪৫ জন খেলোয়াড়,সংগঠক ও প্রশিক্ষকদের মধ্যে জন প্রতি ৭ হাজার টাকা হিসাবে মোট ৩ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল। পরবর্তীতে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদের সভা ।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহিত হয়। এছাড়াও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীগনের জন প্রতি মাসিক বেতন ২ হাজার টাকা কওে বৃদ্ধি করা হয় যা নভেম্বর মাস থেকে কার্যকর হবে বলে সভার সভাপতি আব্দুল জলিল ঘোষনা দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার, মোঃ মাহফুজুল আলম লোটন, মোঃ লিয়াকত আলী, ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) মোঃ খায়রুল আলম ফরহাদ, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) মোঃ রেজাউল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমান খান, মাহমুদ জামাল, মীর তৌফিক আলী ভাদু, এ এস এম ওমর শরীফ রাজীব, শেখ আনসারুল হক খিচ্চু, এস এম আরিফ রতন, মোঃ সরিফুর রহমান নুরুল হক, মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মোঃ রফিকুল ইসলাম,রাফিখা খানম ছবি ও জেলা ক্রীড়া অফিসার উপস্থিত ছলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.