নিজস্ব প্রতিবেদক: সাত সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভা বৃহস্প্রতিবার (২৭ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্টিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার।
সভাপতি উপস্থিত সদস্যগনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ও তাদের স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।
শুরুতেই তিনি বলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্থা কাজেই ক্রীড়াঙ্গনে নিয়মিত খেলাধুলা পরিচালনা করতে হবে কোন অবস্থাতেই এর ব্যতয় ঘটানো যাবেনা। সভায় তিনি সংস্থার আয়-ব্যয় ও কর্মচারীদের বেতন ভাতা বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে আলোকপাত ও সদস্যগনের মতামতের উপর গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন।
এ সময় জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার, সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, মেহেদী হাসান, মোঃ শামীম হাসান, মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.