রাজশাহী জেলার খেলোয়াড় ও সংগঠকদের প্রনোদনা প্রদান

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহিন হয়ে পড়া প্রায় ৪০ জন খেলোযাড় ও সংগঠকদের প্রনোদনা প্রদান করেছে নবগঠিত রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন সমিতির কর্মকর্তাবৃন্দ।

আজ সোমবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তাদের নগদ ৫০০/=টাকা,১ কেজি চাল,২কেজি তেল,১ কেজি পিয়াজ, ১কেজি আলুসহ মশলা সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী বিতরন করেন।

এর আগে তিনি বলেন করোনা ভাইরাসের কারনে আমাদের সজাগ থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বের না হওয়ার আহবান সহ সরকারী বিধান মেনে চলার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রফিউস সামস প্যাডী, জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ ওয়াহেদুন নবী অনু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোঃ আশরাফ হোসেন নবাব, সাধারন সম্পাদক মোঃ আলী আফতাব তপনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.