নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রাজশাহী এর যৌথ তত্ত্বাবধানে রাকাবের প্রধান কার্যালয় চত্বরে শনিবার (১৭ মে) বেলা ১১টায় ফায়ার ড্রিল মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম; উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান: প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীসহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহড়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রাজশাহী এর সহকারী পরিচালক মোঃ দিদারুল আলম অগ্নিকান্ড সংঘটিত হলে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এই মহড়ায় রাকাবের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সিকিউরিটি গার্ডের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সঠিকভাবে অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.