রাজশাহী কলেজ অধ্যক্ষের নিকট ৯ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির ভিত্তিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী কলেজ ছাত্রদল।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় রাজশাহী কলেজ অধ্যক্ষের কক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির), যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, আবু মুছা, শান্ত, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জ্বল মিয়া, শাফি, রাহাত, জুবায়ের রুহুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ছাত্রদল আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির) বলেন, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আমাদের ৯ দফা দাবি নিয়ে আমরা আজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আশা করি প্রশাসন অতি দ্রুত আমাদের দাবিগুলোর বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে।
স্মারকলিপিতে উত্থাপিত ৯ দফা দাবিতে বলা হয়েছে, হোস্টেলের ভর্তি ফি কমানো। এককালীন ফি পরিশোধের পরিবর্তে ২/৩ কিস্তিতে পরিশোধের সুযোগ প্রদান। বিদ্যুৎ বিলের পরিমাণ কমানো। খাবারের মান উন্নত করা। হোস্টেলের রুম ও দেয়ালের ফাটল দ্রুত মেরামত করা। ওয়াশরুম পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ। হোস্টেলে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা। ছাত্র মনিটরিং কনভেনার প্রতি দুই মাস অন্তর পরিবর্তন ও ব্যবস্থার উন্নতি। হোস্টেলের মানোন্নয়নে পরিকল্পিত রূপরেখা প্রকাশ করা।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে তারা আরও কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.