রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় চাঁদার দাবিতে ভাঙচুর, আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক : ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা চাঁদার দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষ্যের কার্যালয় ভাঙচুর করেছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রমৈত্রীর রাজশাহী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি ক্যাডার দল এ ঘটনা ঘটায়। কলেজে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন প্রশাসন।
রাজশাহী কলেজ অধ্যক্ষ মু. হবিবুর রহমান বলেন, গত বুধবার (৩০ মে) দুপুরে ছাত্রমৈত্রীর সভাপতি পরিচয়ধারী এক ছাত্রসহ আরো কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, স্যার জামিল আক্তার রতনের মৃত্যুবার্ষিকী পালন করবো। তাই আপনাকে ২০ হাজার টাকা দিতে হবে । তাদের এমন কথা শুনে আমি ধমক দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এরপর আজ বৃহস্পতিবার ওই ছাত্ররা এসে আমার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ্ জানান, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.