রাজশাহী কলেজে মাদকবিরোধী উদ্দ্যোগ

 


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের মাদক নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
র‌্যালিতে কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, উপাধ্যক্ষ, প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ জাকির আল ফারুকী, কমিটির সদস্যবৃন্দ, সকল বিভাগের শিক্ষকবৃন্দ, বিএনসিসি, রোভার, রেঞ্জার এর সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, অনার্স মাস্টার্স এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। আলোচনায় অংশ নিয়ে বক্তরা মাদকাশক্তিকে একটি বৈশ্বিক ও জাতীয় সমস্যা হিসেবে তুলে ধরেন।
অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক তরুণ সমাজের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। র‌্যালিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.