নিজস্ব প্রতিবেদক: “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবার এটাই উপযুক্ত সময়” এই প্রতিপাদ্যে রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগ ও মনোবিজ্ঞান ক্লাবের (পিসিআরসি) যৌথ উদ্যোগে রাজশাহী কলেজ মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় কলেজ ক্যাম্পাসে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ইব্রাহিম আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ও ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সেরাজ উদ্দীন, বোর্ড মেম্বার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাপ্লাইড সাইকোলজি অধ্যাপক (অব.) আনোয়ারুল হাসান সুফি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহা: শরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজমল আলী সহ বিভাগের শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থী।
এই সময় অতিথিরা তাদের বক্তৃতায় তুলে ধরেন , মানসিক সমস্যার শেষ পরিনতি আত্মহত্যা, যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। পজেটিভ চিন্তার মাধ্যমে নিজে সচেতন হওয়ার পাশাপাশি আমাদের আশে পাশের মানুষদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমস্যাগ্রস্থদের পাশে দাঁড়াতে হবে। উন্নত জাতি গঠনের জন্য দক্ষ ও মজবুত মনের স্বাস্থ্য সম্পূর্ণ মানুষ দরকার। মনোবিজ্ঞানীরা এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.