রাজশাহী কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক: ৩৬ জুলাই’ এটা শুধু একটা সংখ্যা বা তারিখ নয়। ‘৩৬ জুলাই’ এ দেশের মানুষের কাছে নতুন সূর্যোদয় যা অর্জন হয়েছে অসংখ্য তাজা প্রানের বিনিময়ে। আর এই দিনকে ঘিরে সারা দেশের ন্যায় রাজশাহী কলেজেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৯ টায় রাজশাহী কলেজ কতৃক জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী প্রশাসন ও শিক্ষার্থীরা।
সকাল ৯ টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে রাজশাহী শহরের সি এন্ড বি মোড়ের উদ্দেশ্য র‍্যালি বের হয়। সি এন্ড বি মোড়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি স্তমবে পুষ্পস্তবক অর্পণ করা শেষে র‍্যালি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ ছাড়াও রাজশাহী কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে সারা দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.