রাজশাহী কলেজে জার্নাল অফ সোসাল সাইন্সের এর সংখ্যার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ Research Community (RCRC) Gi D‡`¨v‡M Workshop on Academic Writing & Unveiling the Journal of Social Science, Volume-৩ রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মঙ্গলবার( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাকির আল ফারুকীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু । তিনি এ ধরনের ওয়ার্কসপের গুরুত্বের উপর জোরালো মত প্রকাশ করেন। তাঁর মতে, এমন উদ্যোগ শিক্ষকদের মানোন্নয়ের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ।
আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক। অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক সভাপতির বক্তব্যে বলেন, উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশপ্রেমিক, জ্ঞানসমৃদ্ধ ও যুক্তিশীল জাতি গঠনে একাডেমিক কার্যক্রম উন্নয়নের বিকল্প নেই। এধরনের উদ্যোগ শিক্ষকদের ডৎরঃরহম ঝশরষষ উন্নয়নসহ জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে রাজশাহী কলেজ কর্তৃক প্রকাশিত চববৎ জবারববিফ জার্নাল ‘K cÖKvwkZ Peer Reviewed Rvb©vj ‘Journal of Social Science’- এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন ও ওয়ার্কসপের উদ্বোধন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.