রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান ও মেধাবৃত্তির উদ্বোধনে নারীনেত্রী রেনী


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরষ্কার প্রদান এবং আব্দুল মতিন মেধাবৃত্তি, আসফিয়া আজফার বৃত্তি, ফজলার রহমান মেমোরিয়াল বৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সতীর্থ‘৭৪ বৃত্তি এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী শাহীন আকতার রেনী বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা মেধাবৃত্তি পেয়ে আরো বেশি অনুপ্রাণিত হবে, পড়াখেলায় মনযোগ দিবে। আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হামিদুল ইসলাম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.